Travels Khana Songe Gaana || ট্রাভেলস, খানা সঙ্গে গানা ( Bengali Travel Podcast )

By: Travel khana সঙ্গে গানা ( Bengali Travel Podcast)
  • Summary

  • ভুতের রাজার তিন বর নিয়ে চলে এসেছি আমরা। খাওয়া ঘোরা আর গান। আমাদের এখানে ঘুরতে যাওয়ার গল্প হবে, খাবারের ইতিহাস হবে আর মন চাইলে গান ও হবে। সঙ্গে থেকো। আমাদের চ্যানেলটা ফলো করে রেখো। ❤️❤️
    Travel khana সঙ্গে গানা ( Bengali Travel Podcast)
    Show more Show less
Episodes
  • Firbo Notun Rupe || ফিরবো নতুন রূপে
    May 8 2024

    বাংলা ভাষায় আসি বলে খুব সুন্দর করে চলে যাওয়া যায়। তাই জন্যই বাংলা ভাষা এত মিষ্টি। আমরাও মিষ্টি করে বলতে এলাম আজকেই আমাদের সিজন 2 এর শেষ এপিসোড। সব শুরুরই একটা শেষ থাকে। কখনও কখনও শেষটা শুরুর থেকেও গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে থামতে না পারলে একঘেয়েমি আসে। সে জীবনই হোক বা এপিসোড। তাই থামতে হবেই কোথাও গিয়ে আবার নতুন করে শুরু করার আগে। আজ আমাদের সেই থামার সময় এসেছে। আমাদের এপিসোড এর নাম ফাইনাল এপিসোড, শেষ এপিসোড এরকম কিছু হতেই পারতো। কিন্তু ওই যে, বাংলাভাষায় চলে যাবার সময় আমরা 'আজ যাই', এর বদলে আমরা বলি 'আজ আসি'। আমরা কিছুদিন বিরতি নিচ্ছি। আবার ফিরবো নতুন রূপে, নতুন আঙ্গিকে। সেই নতুনের সূচনার প্রস্তুতি তো দরকার তাই না? সেই প্রস্তুতির জন্যই আমরা কিছুদিন তোমাদের সাথে আড্ডা দিতে আসবো না। তবে আমাদের কাজ চলবে পুরোদমে। ততক্ষণ বরং তোমরা আমাদের সিজন 1 আর সিজন 2 এর এপিসোড গুলো শুনে ফেলো ঝটপট। দেখো কিছু বাদ পড়ে গেছে কিনা? আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ জানিও তোমাদের মতামত। WhatsApp নম্বর তো আছেই তোমাদের কাছে। 6289974012 নম্বর এ আমাদের ডাইরেক্ট WhatsApp করতে পারো ইচ্ছা হলেই। ভালো থেকো সবাই। শুনতে থেকো Travels Khana Songe Gaana.

    Show more Show less
    6 mins
  • সানি সাইড || Sunnyside
    May 1 2024

    সানি সাইড, না আপ নয়। সানি সাইড আপ খেতে আমার দারুন লাগে। সেই সঙ্গে সানি সাইড কিন্তু দার্জিলিং জেলায় দু দিন ছুটি কাটানোর জন্য একটা দারুন জায়গা। রাস্তার উপরেই মার্গারেট হিল এ সানি সাইড ইকো হোমস্টে। যার ব্যালকনিতে দাঁড়ালে চোখের সামনে দিয়ে ধোঁয়া উড়িয়ে চলে যাবে টয় ট্রেন। সন্ধ্যে বেলা বা ভোর বেলা চারপাশ মুখরিত হয় পাখির কলতানে। এখান থেকে একবেলায় ঘুরে আসা যায় দার্জিলিং। চাইলে মার্গারেটস ডেক এ বসে কাটিয়ে দেওয়া যায় একটা বিকেল। পায়ে হেঁটে ঘুরে আসা যায় আশপাশের অর্কিড বাগান বা কারশিয়াং সিমেট্রি। ও হ্যাঁ এতক্ষণ ধরে বকবক করছি এটাই এখনও বলা হয়নি সানি সাইড ইকো হোম আসলে কোথায়। এটা কিন্তু কার্শিয়াং এ একদম রাস্তার ধারে। দার্জিলিং যাওয়ার পথেও গাড়ি থেকেই চোখে পড়ে এই হোম স্টে। কিন্তু একবার এই ইকো স্টের ভিতর ঢুকে পড়লেই ম্যাজিক! বাইরের কোলাহল ছুঁতে পারবে না তোমাকে। তাহলে আর কি ব্যাগ গুছিয়ে দুদিনের জন্য পালাবে নাকি সাদা অর্কিড এর দেশে? তার আগে হেডফোন নিয়ে শুনে ফেলো আমাদের আজকের এপিসোড। আর কেমন লাগলো জানিয়ে দাও 6289974012 নম্বর এ WhatsApp করে।

    Show more Show less
    8 mins
  • পাহাড়ে সত্যজিৎ || Pahar E Satyajit
    Apr 24 2024

    23 এপ্রিল বাংলার উজ্জ্বল নক্ষত্র সত্যজিৎ রায় এর মৃত্যুদিন। আবার তাঁর জন্মদিন ও কিন্তু সামনেই 2 মে। গতকাল ছিল তার 32 তম মৃত্যুবার্ষিকী। না, তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানানোর মতো ধৃষ্টতা এখনও আমাদের নেই। আমরা বড়ই সামান্য। তবে ফেলুদার হাত ধরেই প্রথম পাহাড় চিনেছিলাম। দার্জিলিং জমজমাট। তারপর একটু বড় হয়ে সেই দার্জিলিঙে বার বার ছুটে গেছি বিভিন্ন সময়। আজ সেই ফেলুদার স্রষ্টার হাত ধরেই নাহয় আমাদের পাহাড় যাপন হোক। আজকের এপিসোড তাই রামধুরার পাহাড়ে সত্যজিৎ হোম স্টে নিয়ে। আচ্ছা তুমি কি জানতে সত্যজিৎ রায় থিমের এরকম একটা হোমস্টে আছে আমাদের এই বাংলার বুকেই? তার সমস্ত পোস্টার, বিভিন্ন বই দিয়ে সাজানো এই জায়গাই হোক আমাদের আজকের গন্তব্য। হেডফোন রেডি তো? তাহলে আর কি চলো ঘুরে আসি। আর এপিসোড কেমন লাগলো অবশ্যই জানাও 6289974012 নম্বরে WhatsApp করে।

    Show more Show less
    11 mins

What listeners say about Travels Khana Songe Gaana || ট্রাভেলস, খানা সঙ্গে গানা ( Bengali Travel Podcast )

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.